All Menu

৭ কোটি টাকা দামের কষ্টিপাথরের মূর্তিসহ ৩ জন আটক

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে ৭ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের সরকার পাড়া বানুর হাট বাজার থেকে মূর্তিটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন, দেবীগঞ্জের বন্দীরাম গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শাহীন শাহ (৪০), তেঁতুলিয়ার উপজেলার কৃষ্ণ কান্ত জোত গামের মৃত আমানত আলীর ছেলে হাবিবুর রহমান (৪৮) ও তেঁতুলিয়া এলাকার একামুল হকের ছেলে শহিদুল (৫৫)। পঞ্চগড় ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানুর হাট বাজারে ডিবির একটি দল অভিযান চালায়। এসময় আসামী হাবিবুর ও শহিদুল আসামী শাহীনের বাজারে থাকা ফার্মেসীর দোকানে একটি ব্যাগে করে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি রাখে। পরে তল্লাশি চালিয়ে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির সেই ব্যাগসহ দোকান থেকে তিন জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুরাকীর্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, জব্দ করা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটির ওজন ১৭ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৭ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top