আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার পত্নীতলায় ধর্ষণের চেষ্টাকালে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। আটক ব্যক্তির নাম আনারুল ইসলাম (৪৫)। সে উপজেলার নির্মইল ইউপির
শ্যামপুর গ্রামের মৃত আমেজ উদ্দিনের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (০৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাতে নির্মইল ইউপির গোবিন্দবাটি গবরাকুড়ি গ্রামে বাড়ির লোকজনের অবর্তমানে এক তালাক প্রাপ্ত মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে আনারুল ইসলামকে আটক করে। পরে খবর পেয়ে আনারুল ইসলামকে ছাড়াতে তার লোকজন এলে স্থানীয়দের সাথে তাদের বাকবিতণ্ডা ও কথাকাটি হয়। এসময় পত্নীতলা থানা পুলিশকে জানালে, তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আনারুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।