All Menu

ময়মনসিংহের নান্দাইলে চাঁদাবাজির অভিযোগে ৩ জনের কারাদণ্ড

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহাসড়কে অবৈধভাবে চাঁদাবাজির সময় আটকের পর ৩ জনকে ১মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, নান্দাইল পাছপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আল আমীন (২৮), ঝালুয়া গ্রামের ফজলুল হকের ছেলে মাজাহারুল ইসলাম(৩০) এবং চারিআনিপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে মামুন হাসান(২২)। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ জানান, শনিবার (২০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে এর নান্দাইল এলাকায় বিভিন্ন যানবাহন থেকে অবৈধ চাঁদা আদায়ের সময় ওই ৩ চাঁদাবাজকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ১৮৬০ সালের বাংলাদেশ দণ্ডবিধির ২৯১ ধারা মোতাবেক প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top