মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার সদর উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরপত্র দাখিলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ প্রকল্পের প্রকল্পিত ব্যয় ছিল প্রায় ২৫ কোটি টাকা। ওই দরপত্রটি পুনরায় আহবান করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ প্রধান প্রকৌশলী, এলজিডি ভবন, আগারগাঁও বরাবর অভিযোগ দায়ের করেছেন ফজলুর রহমান নামে একজন ভুক্তভোগী ঠিকাদার। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি সদর উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং-টেন্ডার (বিজ্ঞপ্তির নম্বর- ই-টেন্ডার PEDP4 /MOU/ SAD/ 2022-23/W1.05732। সদর উপজেলা প্রকৌশলী‘র নেতৃত্বে গোপন মিটিং করে প্রত্যেকে ৯.৯০ পার্সেন্ট অতিরিক্ত দরে দরপত্র দাখিলের সিদ্ধান্ত হয়। আর দরপত্র অনুমোদনের জন্য ২পার্সেন্ট করে টাকা, প্রধান প্রকৌশলীকে ও প্রজেক্টের পিডি-কে দেয়ার জন্য সিদ্ধান্ত হয়। ভুক্তভোগী আরো জানান, অন্যান্য ঠিকাদার-গনকে দরপত্র দাখিল করতে নিষেধ করা হয়। যদি উন্মুক্ত ভাবে সবাই দরপত্র দাখিল করতো তাহলে সরকারের প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা সাশ্রয় হত। উক্ত দরপত্রটি রিকল হলে কম্পিটিশন ও ইজিপি সিস্টেম রক্ষা হবে। সরকারের অনেক রাজস্ব আদায় হবে। তিনি দরপত্রটি পুনরায় আহবান করে ওই দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ সংবাদ পরিবেশন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।