All Menu

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিকি চিত্র।

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো: মুরসালিন (২৭) নামে একজনকে যাবজ্জীবন প্রদান করেছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। রবিবার ((১৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দণ্ডিত মুরসালিনের উপস্থিতিতে রায় প্রদান করেন। মুরসালিন রহনপুরের মাদ্রাসাপাড়া গ্রামের পুতুর ছেলে।
রাষ্ট্র-পক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৭ মে চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দীটোলা মহল্লায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হয় মুরসালিন। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মামলা করে র‍্যাবের তৎকালীন এসআই জহুরুল ইসলাম। ২০২০ সালের ১২ জুন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানায় এসআই ওসমান গণি মামলার অভিযোগ-পত্র জমা দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top