All Menu

মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তিকৃত মামলার নথি বিনষ্ট

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড-রুমে রক্ষিত (সিআর-৩৯২, জি,আর-৬১১, ননজিআর-২৫৫) ১২৫৮টি নিষ্পত্তিকৃত মামলার নথি সংরক্ষণের মেয়াদ অতিক্রান্ত হওয়ায় বিধি মোতাবেক তা বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রেকর্ড রুম বিভাগ সরকার হাসান শাহরিয়ার ও চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেসির রেকর্ড রুম বিভাগে কর্মরত সহায়ক কর্মচারীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top