All Menu

শিশু নিহতের ঘটনায় ঘাতক চালক গ্রেফতার

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-কানসাট সড়কে পিক-আপ ভ্যানের ধাক্কায় ৭ বছরের শিশু নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ঘাতক চালক হচ্ছে, রংপুর জেলার পীরগঞ্জ থানার জামদানি এলাকার সফিজার রহমানের ছেলে মোঃ সুজন মিয়া (৩৪)। ২৫ ডিসেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হাজার বিঘী এলাকায় শিবগঞ্জ-কানসাট সড়কে পিক-আপ ভ্যানের ধাক্কায় ৭ বছরের শিশু নিহতের ঘটনা ঘটে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট থেকে শিবগঞ্জ-গামী একটি পিক-আপ ভ্যান পিছন দিক থেকে নৃশংসভাবে ধাক্কা দিলে শিবগঞ্জ উপজেলার হাজার বিঘীর জাহাঙ্গীর আলীর মেয়ে মোছা: আফরোজা আক্তার পাখি (৭) ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার পর ঘাতক চালক দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক ঘাতক চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রেক্ষিতে র‌্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল ঘাতক চালকের অবস্থান নিশ্চিত করে পিক-আপসহ পলাতক ঘাতক চালককে গ্রেফতার করে। এ-ঘটনায় আসামী এবং পিক-আপটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top