আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাদক পাচারের গোপন সংবাদে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ষাড়বুরুজ গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল (৪৮) এবং রাজশাহী জেলার তানোর থানার মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে মোঃ জালাল উদ্দিন (৩৫)। গ্রেফতারকৃত মোঃ ইসমাইল (৪৮) এবং মোঃ জালাল উদ্দিন (৩৫) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় মাদক সরবারহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত সময় মাদকের একটি চালান সরবরাহের খবরে র্যাবের অভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে। র্যাবের প্রেসনোটে জানানো হয়, সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল ও মোঃ জালাল উদ্দিন কে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।