All Menu

গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, গোপাল মালহা, জসিম মিয়া এবং টিপু মিয়া।
শুক্রবার ও বৃহস্পতিবার কুলাউড়া থানা এবং মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ তাদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় কুলাউড়া থানার এসআই অপু দাশগুপ্ত সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই এলাকার অজয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে দোকানের সামনে থেকে গোপাল মালহা (৩২) ও জসিম মিয়া (৩৩)কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৩১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাতে মৌলভীবাজার সদর থানা এলাকার কনকপুর ইউনিয়নের দামিয়া এলাকার একটি নির্মাণাধীন ভবন এর ভেতর থেকে টিপু মিয়া নামে একজনকে আটক করেছে মৌলভীবাজার গোয়েন্দা পুলিশ। আটকের পর টিপু মিয়ার দেহ তল্লাশী করে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব ঘটনায় কুলাউড়া এবং মৌলভীবাজার সদর মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top