All Menu

হেরোইন ও ইয়াবাসহ শিবগঞ্জে ২জন আটক

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির পৃথক অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ৭০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ থানা এলাকার সালামপুর এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে জবদুল হক (৩৬) এবং একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই আসগর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (২০ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ থানা এলাকার সালামপুরে জবদুল হক এর বসতবাড়িতে ৩৫ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রয়ের নগদ ১০ হাজার ২৯০ টাকাসহ আটক করা হয়। অপর এক অভিযানে ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে আটটায় শিবগঞ্জ থানা এলাকার শাহাপাড়া বাজার থেকে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে ৭০০ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top