All Menu

ময়মনসিংহে রাকিব হত্যায় ঘটনায় প্রধান আসামিসহ ৬জন গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ নগরীতে আব্দুর রাজ্জাক রাকিব নামের এক যুবককে হত্যার পাঁচ দিন পর প্রধান আসামি ইয়াছিন আরাফাত শাওন (৩৫) ও তার ভাই মাসুদ পারভেজসহ (৩৭) ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, আনিছুর রহমান ফারুক (৩৮), মো. মানিক (৩২), মো. মবিন (৩৩) ও শান্ত (২০)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে সাভারের আমিনবাজার থেকে তাদের গ্রেফতার করে। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছয়জনকে গ্রেফতার করে ময়মনসিংহের আনা হচ্ছে। এ ব্যাপারে শুক্রবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে, গত শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জের চায়না-মোড় টোলবক্স এলাকায় সাইড না দেওয়াকে কেন্দ্র করে ট্রাক-চালককে অহেতুক মারধরের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন স্থানীয় আব্দুর রাজ্জাক রাকিব। এ সময় আহত হন বাসচালক সাদেক আলী ও শহীদ মিয়া। এ ঘটনায় রবিবার ইয়াছিন আরাফাত শাওনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা করেন নিহতের মা হাসি আক্তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top