All Menu

ময়মনসিংহে র‍্যাব পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ আদায়ের সময় ৪ জন আটক

মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ব্যুরো প্রধান, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৪ অপহরণকারীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার রাসেল মাহাবুবুল ওরফে রাসেল(৪৩) ও মোঃ মুসা শেখ (২৪), মুন্সিগঞ্জের মোঃ মনির হোসেন (৪০) এবং ঝিনাইদহ জেলার মোঃ সবুজ বিশ্বাস (২৪)। এ সময় তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল, র‌্যাব ও ডিজিএফআইয়ের ভুয়া আইডি কার্ড, নগদ অর্থ এবং মাইক্রোবাস করা হয়েছে। একইসাথে ওই সময়ে অপহরণকারীদের হেফাজত থেকে ৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা ৩ জন হলেন, মাংস ব্যবসায়ী মোঃ রফিকুল তালুকদার, বাংলালিংকের কর্মচারী মোঃ আসাদুজ্জামান এবং মুদি দোকান কর্মচারী মোঃ হাফিজুল ইসলাম। বৃহস্পতিবার (২রা নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি মোঃ মহিবুল ইসলাম খান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগের দিন বুধবার বিকেলে জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টার বাড়ী জামিরদিয়া এলাকা থেকে র‌্যাব পরিচয় দেওয়া ওই ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। র‌্যাব কর্মকর্তা মহিবুল ইসলাম খান আরও বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব পরিচয় দিয়ে ভিকটিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও নির্যাতনের কথা স্বীকার করে জানায়। তারা দীর্ঘদিন যাবত ঢাকা ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ডিবি ও র‌্যাব পরিচয় দিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এসব কারণে আটক আসামি রাসেলের নামে ইতোপূর্বে অপহরণসহ বিভিন্ন অপরাধে ৪টি মামলা এবং আসামী মনিরের নামে একটি মামলা রয়েছে। এর আগে চলতি বছরের গত ১০ জুলাই আসামি রাসেলের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার বীকন গ্রুপের জনৈক কর্মচারীকে অপহরণ করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি আসামি রাসেলকে শনাক্ত করেছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top