ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২রা নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা উপজেলার ভজনপুর ইউনিয়নের আজম আলী ও পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের ফজলে রাব্বী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচীর তৃতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় অবরোধ কর্মসূচী সমর্থনে শিবির কর্মীদের মাঠে নামার গোপন সংবাদে তাদের ভজনপুর থেকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটকের পর তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।