মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশেষ অভিযান চালিয়ে ৯জনকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে পুলিশি অভিযান উপলক্ষে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মশিউর রহমান এর দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ অভিযানিক টিমসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) আটককৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । শুক্রবার (১৪ জুলাই) এসআই জাকির হোসেন রুবেল এর নেতৃত্বে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আথানগিরি গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈদ্য এর পুত্র নিখিল কুমার বৈদ্য, এবং এএসআই রেজাউল করিম এর নেতৃত্বে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী বড়হর তিলক গ্রামের মৃত ছমির মিয়ার পুত্র রুমেল মিয়া এবং ৭টি গ্রেফতারী পরোয়ানা-ভুক্ত আসামী কাজিরগাঁও এলাকার মৃত মোশাহিদ মিয়া‘র পুত্র আক্তার মিয়া, মাতারকাপন গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র শাহজাহান মিয়া, হিলালপুর এলাকার শেখ জয়নুল্লাহ‘র পুত্র শারিফ উদ্দিন, কামালপুর গ্রামের মৃত আরজত উল্ল্যা‘র পুত্র কুদ্দুস মিয়া, মৃত রাহাত উল্লাহ মিলন‘এর পুত্র এনামুল হক, পশ্চিম শ্যামেরকোনা গ্রামের কুদ্দুস মিয়া‘র পুত্র কামাল মিয়া, শ্রীবাউর গ্রামের মৃত আজাদ মিয়া রাহিম মিয়াকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মৌলভীবাজার পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানা এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশ বদ্ধপরিকর এবং বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।