ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাদক সেবনের দায়ে জাকির হোসেন (৩৮) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড় পৌর এলাকার কামাতপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন কামাতপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল জাকির। এর মাঝে পরিবারের লোকেরা অভিযোগ করলে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। মাদকদ্রব্য অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।