ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে বাধন পরিবহন বাসে অভিযান চালিয়ে সংসার খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে চৌমুহনী-ফেনী সড়কের জমিদারহাট বড়পোল এলাকায় অভিযান চালিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংসার খাতুনকে ১১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সংসার খাতুন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সীলবনিয়া পাড়ার বড় কালা মিয়া হাজি বাড়ির নুরুল ইসলামের স্ত্রী। ইয়াবা পাচারের সুবিধার্থে এই নারী কৌশলে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়। বৃহস্পতিবার রাতে বাধন পরিবহনের একটি বাস যোগে সুবর্নচরের মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রকাশ আজুর কাছে মাদক সরবরাহ করতে আসে সংসার খাতুন। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।