All Menu

ভ্যান চালক হত্যার ঘটনায় ৪জন গ্রেফতার

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভ্যান চালক হত্যার ঘটনায় ৪জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীও সূত্র জানায়, আম পাড়ার নামে চার্জার ভ্যান ভাড়া করা হয়। এরপর কিশোর ভ্যান-চালক শামিরকে নিয়ে যাওয়া হয় ফাঁকা মাঠের আমবাগানে। সেখানে পৌঁছানোর পর ভ্যান-চালক শামিরকে কৌশলে আমবাগানের ভিতরে নিয়ে গিয়ে হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর চার্জার ভ্যান ও মোবাইল ফোন নিয়ে চলে যায় হত্যাকারীরা। শনিবার (১৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷ নিহত মো. শামির (১৪) ঝিলিম ইউনিয়নের আমনুরা-বহরল গ্রামের মেজর আলীর ছেলে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ। এছাড়াও চার্জার ভ্যান, ব্যাটারি ও মোবাইল উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হত্যাকাণ্ডে অংশ নেয়া নাচোল উপজেলার মুসলিমপুর জোনাকিপাড়া গ্রামের আবুল কবিরাজের ছেলে মো. আকবারুল ইসলাম (২০), মুসলিমপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মো. মমিন (২৬), ভ্যান ক্রেতা শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কুমারপাড়া গ্রামের মো. আফসার আলীর ছেলে মো. মনিরুল ইসলাম (৫০) ও ব্যাটারি ক্রেতা একই উপজেলার উত্তর উজিরপুর গ্রামের শামসুল হকের ছেলে মো. খাইরুল ইসলাম (৩৫)। পুলিশ জানায়, ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে দুইজন আসামীর পরিচয় সনাক্ত করা হয়। জানা যায়, তারা নাচোল থানার একটি মামলায় কারাগারে রয়েছে। পরবর্তীতে হাজতী আকবারুল ও মো. মমিনকে হত্যা মামলায় আবারও গ্রেফতার দেখানো হয়। পরে আদালত তাদেরকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে। পরে দুই আসামীকে নিয়ে মঙ্গলবার (২০ জুন) রাতে অভিযান পরিচালনা করে চার্জার ভ্যান ও ০৪টি ব্যাটারিসহ চার্জার ভ্যান ও ব্যাটারি ক্রেতাদেরকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top