আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ জুন) সকালে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জিয়ারুল ইসলাম (৪০)। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত বাবা জয়নুদ্দিনকে আটক করেছে পুলিশ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে জিয়ারুল তার বাবার কাছে পাওনা ৪৩ হাজার নিতে যায়। ওই পাওনা টাকাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবা জয়নুদ্দিন ইট দিয়ে ছেলের পেটের নিচে আঘাত করে। ইটের আঘাতে ঘটনাস্থলেই ছেলে জিয়ারুলের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, জিয়ারুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।