All Menu

অস্ত্র ও গুলি রাখায় দায়ে ২জনের যাবজ্জীবন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৭টি আমেরিকার তৈরি পিস্তল, ৫টি ওয়ান সুটার গান, ৪০ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। যাবজ্জীবন ছাড়াও পৃথক আরেকটি ধারায় প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, পাবনার ঈশ্বরদী উপজেলার আতাউল শিমুল গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মো. আলামিন খন্দকার (২৯) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মজিবুর রহমান ধুলা (৪৫)। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ০৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পাথর-ভর্তি ট্রাকে করে অস্ত্রগুলো পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর গ্রামের মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে থেকে ট্রাকসহ অস্ত্র আটক করে। পরে র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভুইয়া শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০২০ সালের ১৫ জানুয়ারি উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় প্রদান করেন। একটি সাজা শেষের পর আরেকটি সাজা ভোগ করবেন আসামীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top