All Menu

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মাদক ব্যবসায়ীর নাম মতলিব ওরফে কাজল (৩৫)। সে কমলগঞ্জ থানা এলাকার পূর্ব দক্ষিণ কালেঙ্গার খলিল মিয়ার ছেলে। গোপন সংবাদ পেয়ে সোমবার দিনগত রাত পৌনে ১২টার সময় কমলগঞ্জ থানা এলাকার ১নং রহিমপুর ইউনিয়নের পূর্ব দক্ষিণ কালেঙ্গার আবু সাইদ মিয়ার দোকানের সামনে থেকে তাকে আটক করে মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। আটকের পর তার দেহ তল্লাশি করে পরনের ট্রাউজারের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top