ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ বাড়িতে অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচীর ৪০ বস্তা চাল রেখে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করায় উদ্ধার করে জব্দ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) রাতে হালুয়াঘাট উপজেলার ২নং জুগলী ইউনিয়নের গামারীতলা গ্রামের জাহাঙ্গীরের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপস্থিতিতে চালগুলো উদ্ধার করে জব্দ করেন জুগলী ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস। তবে বিষয়টি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, উপজেলার ২নং জুগলী ইউনিয়নের গামারীতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে জাহাঙ্গীর চালের কালোবাজারির ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত। সে খাদ্য বান্ধব কর্মসূচির চালের ব্যবসা করে আসছিল। অবশেষে জাহাঙ্গীরের নিজ বাড়িতে খাদ্য বান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করে ক্রয়-বিক্রয়ের অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ট্যাগ অফিসার রতন দাস। তার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্ট এ কর্মকর্তা। ট্যাগ অফিসার রতন দাস এ বিষয়ে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসানের নির্দেশে ঘটনাস্থল থেকে ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। তবে চালগুলো কোথা থেকে এনে বাড়িতে রেখেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি মামলা করার জন্য থানায় অবস্থান করছেন বলে জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।