ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে টমেটো ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে মাসুদ রানা (৩৮) নামে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ৪ প্যাকেট ঢেড়সের বীজ ও ৯৫ পিস ইয়াবা সহ গোয়েন্দা পুলিশের হাতে (ডিবি) গ্রেফতার হয়েছেন ২জন। সোমবার (১০ এপ্রিল) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কামাতকাজলদিঘী ইউনিয়নের ফুলপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে টমেটো ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন (৩৫) ও সহযোগী পঞ্চগড় পৌরসভার রামের ডাঙগা এলাকার আছিম উদ্দিনের ছেলে তুষার আলম প্রধান (৪০)। তবে রায়হান (৩২) নামে মামুনের অপর এক সহযোগী পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। সূত্রে জানা যায়, মামুন ঠাকুরগাঁও এর রশিদ বীজ ভাণ্ডারের পরিচয় দিয়ে মাসুদকে ঢ়েড়সের বীজ নেয়ার জন্য ফোন দেয়। এদিকে সে নিতে চাইলে সহযোগী জহুরুলের মাধ্যমে ঢ়েড়সের বীজের সাথে ইয়াবা দেয় মাসুদকে। পরে মামুন ডিবিকে ফোনে খবর দেয়। খবর পেয়ে মাসুদকে গ্রেফতারের পর বিষয়টি সন্দেহ হলে মামুন ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। এর পর জিজ্ঞাসাবাদে ইয়াবাসহ ফাঁসানোর কথা স্বীকার করে মামুনসহ সহযোগীরা। পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।