ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহাসড়কের সেতু সংলগ্ন স্থানে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলন করার অপরাধে তিন ব্যক্তিকে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক গুচ্ছগ্রামের মাহবুর রহমানের ছেলে মশিউর (২৭), শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ গ্রামের আ: জব্বারের ছেলে মেহেদি হাসান (২০) এবং মাঝিপাড়া গ্রামের কুদ্দুসের ছেলে সফিকুল (৩৫)। বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে তেঁতুলিয়া উপজেলার ডাহুক সেতু সংলগ্ন এলাকায় তাদের জরিমানা করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, ডাহুক নদী থেকে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলন করাকালীন সময়ে মশিউর, মেহেদি হাসান ও সফিকুল নামের তিন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হয়। তাৎক্ষনিক বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৩ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে ঘটনাস্থল থেকে জব্দকৃত ২০ (বিশ) সিএফটি পাথর প্রকাশ্য নিলামে বিক্রয় পূর্বক নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।