All Menu

সীমান্তে অভিযান চালিয়ে হেরোইন এবং ইয়াবা জব্দ করেছে বিজিবি

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার পোলাডাংগা ও মনাকষা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন এবং ৭৮৮ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ৫৩ বিজিবি এর অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি চৌকষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার আলাতলী ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে একটি অভিযান চালিয়ে মালিক-বিহীন অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে। এছাড়া ৩১ মার্চ সকাল সোয়া ৭টার দিকে ৫৩ বিজিবি এর অধীনস্থ মনাকষা বিওপির একটি চৌকষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার বিনোদপুর ইউনিয়নের খোন্দাকামাত গ্রামে একটি অভিযান চালিয়ে ৭৮৮ পিস ভারতীয় ইয়াবাসহ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট রসুনচক গ্রামের মৃত এহসান মাহমুদ এর ছেলে মোঃ গেদু মিয়া (৭৫) কে আটক করে। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ৫৩ বিজিবির কর্মকর্তা মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top