All Menu

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আলাউদ্দিন গ্রেফতার

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘ দিন যাবত কৌশলে মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকেও অবশেষে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, শনিবার রাতে মৌলভীবাজার এর একটি আভিযানিক দল জেলার কমলগঞ্জ থানা এলাকার ভানুগাছ লংগুরপাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলা ও হত্যা-চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন (৩৪)-কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সে শ্রীমঙ্গল থানার সাইটুলা এলাকার বাসিন্দা কাছুম আলীর পুত্র। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫, তারিখ-১০/১১/২০০৯ ইং, ধারা-৩২৬ পেনাল কোড-১৮৬০ ও মামলা নং-০৭/১৪০, তারিখ-০৭/০৬/২০১১ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) বিজ্ঞ আদালত এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত। এছাড়াও অপর একটি হত্যা-চেষ্টা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-১৫, তারিখ-২১/২০১৩ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০) ৫বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ দশ হাজার টাকা জরিমানার দণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘ দিন যাবত কৌশলে মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আলাউদ্দিন-কে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top