All Menu

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৫৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সীমান্ত এলাকায় আটক সাড়ে ৫৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মাঠে এই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। মাদকদ্রব্যগুলো ২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সীমান্তে উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল নাহিদ হোসেন, রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লফিত খান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান খাঁন, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, সহকারী কমিশনার জোবায়ের জাহাঙ্গীরসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top