All Menu

নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁর পত্নীতলায় নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে আটক করে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করেছে পত্নীতলা থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কান্তা-কিসমত পলিপাড়া এলাকার মোতারফ হোসেনের ছেলে আবু হানিফ (২৪) উপজেলার ডাসনগর অষ্টমাত্রাই গ্রামের কান্তাকিসমত উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীর সাথে বিদ্যালয়ে যাওয়া আসার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই এক পর্যায়ে গত ১২মার্চ/২০২৩ রবিবার কান্তাকিসমত উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত টিনশেড ভবনে হানিফ ঐ শিক্ষার্থীকে আসতে বলে। ঐ শিক্ষার্থী সেখানে পৌঁছলে হানিফ তাকে বিয়ের প্রলোভন দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় কান্তাকিসমত এলাকার কাজেম আলীর ছেলে তরিকুল ইসলাম (৪৫) ও মৃত ইমান আলীর ছেলে রেজাউল ইসলাম (৪৫) সহ আরো অনেকে তাদের ঘটনাস্থল থেকে ওই ধর্ষককে আটক করে। এ অবস্থায় ঐ শিক্ষার্থীকে তার নানী এবং অভিযুক্ত হানিফকে তার চাচা ফারুক হোসেন (৪৫) নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ঐ শিক্ষার্থী সকলের অজান্তে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সে সুস্থ আছে।
এ-ঘটনায় ঐ শিক্ষার্থীর নানী বাদী হয়ে পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ করলে পত্নীতলা থানা পুলিশ সোমবার উক্ত হানিফকে আটক করে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে বুধবার পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে হানিফকে আটক করেছে পুলিশ এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top