আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে গোদাগাড়ী সীমান্ত থেকে ৩ কেজি ১৬৯ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে বুধবার (৮ মার্চ) রাত ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ গোদাগাড়ী বিওপির একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭/১-এস থেকে আনুমানিক ৬ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকার মহিষালবাড়ী ইউনিয়নের মাওলানারদারা গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিক-বিহীন অবস্থায় ৩ কেজি ১৬৯ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করতে সক্ষম হয়। এ-ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সীমান্ত এলাকায় অন্যান্য চোরাচালান মালামালসহ মাদকদ্রব্য চোরাচালান দমনে বদ্ধপরিকর চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন বলেও জানান অধিনায়ক লে: কর্নেল মোঃ নাহিদ হোসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।