All Menu

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে নিজ ঘরে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় আলামিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত আলামিন জেলার ফুলপুর উপজেলার আরাটন কানপাড়া এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে। সোমবার (০৬ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রবিবার (০৫ মার্চ) মধ্যরাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ময়মনসিংহ র‌্যাব-১৪’র সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘১ মার্চ দুপুরে ওই শিশু তাদের বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় আলামিন ওই শিশুকে মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি ভয়ে চিৎকার দিলে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে ওই শিশু বাড়িতে এসে কান্নাকাটি করে তার বাবাকে বিষয়টি জানায়। এই ঘটনার পর গত ৩ মার্চ ভিকটিমের বাবা বাদী হয়ে আলামিনকে আসামি করে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর রবিবার (০৫ মার্চ) মধ্যরাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top