All Menu

সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বীজবাগ ইউপির কাজিরখিল গ্রামের মৃত সিরাজ উল্লার ছেলে ছানা উল্লাহ ও ডমুরুয়া ইউপির ডমুরুয়া গ্রামের মৃত আবদুল মুন্নাফের ছেলে মো.মনছুর আলী। বুধবার (১ মার্চ) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। সেনবাগ থানার (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top