All Menu

সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় বাবা ও ছেলে গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে অর্ধেক শরীর মাটিতে পুঁতে রেখে আবু সাঈদ (৫৫) নামের এক সাবেক ইউপি সদস্যকে হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নান্দাইল উপজেলার বেলতৈল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আব্দুল সাত্তার (৭০) তার ছেলে আব্দুল মমিন (১৯)।
২২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুস সাত্তারের পানের বরজের পাশ থেকে অর্ধেক শরীর মাটিতে পুঁতে রাখা অবস্থায় আবু সাঈদ নামের ওই সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবু সাইদ ওই এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে। তিনি উপজেলার খারুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। এ ব্যাপারে র‌্যাব জানায়, সাবেক ইউপি সদস্য আবু সাইদের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আব্দুল সাত্তারের দীর্ঘদিন ধরে টাকার লেনদেন নিয়ে বিবাদ চলে আসছিল। ২২ ফেব্রুয়ারি বিকেলে আবু সাইদ বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় তার ছেলেরা খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে একই গ্রামের সাত্তার নামে এক জনের পান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাইদের নম্বরে ফোন করলে বেজে ওঠে। সেখানে খোঁজাখুঁজি করে পানক্ষেতের ড্রেনে অর্ধেক মাটিতে পুঁতে রাখা অবস্থায় সাইদকে দেখতে পান স্বজনরা। থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনার পরদিন নিহতের ছেলে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন। র‌্যাব-১৪ এর জনসংযোগ কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top