All Menu

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেফতার

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ২৪ ফেব্রুয়ারি রাতে সদর থানার নয়াগোলা হাট (কল্যানপুর) গ্রামস্থ জনৈক বাবুল হাজীর চাতালের পশ্চিম পাশে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে ১টি ক্ষুর, ১টি প্লাস্টিকের হাতলযুক্ত ফোল্ডিং চাকু,২ পুরিয়া কাগজে মোড়ানো গাঁজা, ২টি গাঁজা সেবনের কলকি, ২টি গ্যাস লাইটারসহ ৪ জন আসামী মোঃ রায়হান আলী (২৮), মোঃ নাহিদ হাসান (২৬), মোঃ রাতুল ইসলাম (২০) এবং মোঃ ফজর শেখ(১৯) কে গ্রেফতার করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল।
শুক্রবার দিনগত রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপ। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চুরি ছিনতাইসহ বিভিন্ন কুকর্ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাদের চিহ্নিত করে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় জেলার সদর থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top