জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুর থানা পুলিশ বুধবার ( ২২ফেব্রুয়ারি) ভোরে দেবীপুর দওলাপাড়া গ্রামের একটি গভীর নলকূপের ঘর থেকে জুয়া খেলা অবস্থায় সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করে নিয়মিত মামলা করেছে। অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার তিন মাদক বিক্রেতা ও এক ছাগল চোরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। আটককৃত জুয়াড়িরা হলেন, দওলাপাড়া গ্রামের জাহেদুল, আঃ সামাদ, শহিদুল, এনামুল, সাইফুর ও মেহেদী এবং দেবীপুর গ্রামের আমিনুল ও উমর আলী। এদিকে, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪জনকে কারাদণ্ড দিয়েছেন তারা হলেন, ছাগল চুরির অপরাধে মাধবপাড়া গ্রামের নাইম হোসেন এবং মাদক বিক্রেতা কল্যাণপুর গ্রামের তৌফিক, পূর্বপাড়া গ্রামের মাহাবুব ও চকপাড়া গ্রামের শিউলী খাতুন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বুধবার জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ৮ আসামীকে দিনাজপুর আদালতে সোপর্দ এবং ভ্রাম্যমাণ আদালতে দ-প্রাপ্ত ৪ আসামীকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।