All Menu

আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলাল বাজারে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলিসহ মোঃ আব্দুর রাজ্জাক@ রাজু (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫,রাজশাহীর একটি অপারেশন দল। আটক মোঃ আব্দুর রাজ্জাক, জেলার ভোলাহাট থানার হড়গ্রাম সুরানপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।
মঙ্গলবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলাল বাজারে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালায়। এ সময় ২টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ২টি মোবাইল সেট, ২টি সীমকার্ডসহ মোঃ আব্দুর রাজ্জাক @ রাজু নামে এক অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top