All Menu

রাজনগরে গরুচোরসহ ৫জন আটক

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলা রাজনগর থানা বিশেষ অভিযানে ৩ টি চোরাই গরুসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন, রাব্বি হোসেন (২৬), আফজল আহমেদ সুমন, রিপন আহমেদ(৩২), জাহাঙ্গীর আলম রাব্বি (২৪) এবং দুলাল মিয়া(২৫)। সূত্রে জানা গেছে, ৫নং রাজনগর ইউনিয়নের উত্তর নন্দীউড়া গ্রামের জনৈক আল আমিন এর বসতবাড়ির গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি হয়। এই ঘটনায় গরুর মালিক আল আমিন বাদী হয়ে রাজনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ গরুচোর চক্রের সন্ধানে মাঠে নামে। মামলা তদন্তকারী অফিসার এসআই কামাল উদ্দিন, এসআই আবু আহমেদ সুজনসহ রাজনগর থানার একটি টিম গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় চোর চক্রকে সনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার সময় সিলেট শহরের শাহপরান থানা এলাকার কুশিঘাট মেন্দিভাগ এলাকা থেকে গরুচোর চক্রের রাব্বি হোসেন, আফজল আহমেদ, রিপন আহমেদ ও জাহাঙ্গীর আলম রাব্বিদের আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে সিলেট জেলার গোয়ানঘাট থানা এলাকার লাকি গ্রামে অভিযান পরিচালনা করে দুলাল মিয়ার বসতবাড়ি থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়। এছাড়া রাজনগর থানার এসআই আবু আহমেদ সুজন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জি আর ৯২/১৭(নবীগঞ্জ) এর ওয়ারেন্ট ভুক্ত আসামি শিপন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের ঠিকানা – মোঃ রাব্বি হোসেন(২৬), পিতা-মোঃ জাকির হোসেন, মাতা-লিপি আক্তার , সাং-ধোলি, দারগা বাড়ী সংলগ্ন, থানা- ফুলপুর, জেলা -ময়মনসিংহ, এ/পি সাং-শাহজালাল উপশহর, রোড নং- ০৬, ব্লক-জি, আজিজুল হক চৌধুরীর ভাড়াটিয়া, থানা- শাহপরান (র:), জেলা –সিলেট। মোঃ জাহাঙ্গীর আলম রাব্বি প্রকাশ রাব্বি মিয়া (২৪), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা-মোছা: মিতা বেগম, স্বামী/স্ত্রী-মোছা: রোজিনা বেগম, ঠিকানা: স্থায়ী: গ্রাম- হরিশ্চর, উপজেলা/থানা- লালমাই, জেলা -কুমিল্লা, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- কুশিঘাট (আবুল মিয়ার কলোনি, কুশিঘাট, মেন্দিবাগ) , উপজেলা/থানা- শাহপরান (র:), জেলা -সিলেট,। রিপন আহমদ(৩২), পিতা-মোহাম্মদ আলী, মাতা-রহিমা বেগম , সাং-দেওখোলা (মোতালেবের বাড়ী), থানা- ফুলবাড়িয়া, জেলা -ময়মনসিংহ, এ/পি সাং-শেখঘাট (শুভেচ্ছা-৯৯, রুমি সাহেবের বাসার ভাড়াটিয়া), থানা- সিলেট সদর (কোতোয়ালী), জেলা -সিলেট। মোঃ আফজল আহমদ প্রকাশ সুমন ও দুলাল মিয়া(২৫), পিতা-জইন উদ্দিন , মাতা-লায়লা বেগম , সাং-লাকী, থানা- গোয়াইনঘাট, জেলা সিলেট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top