All Menu

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁও সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন সফিকুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়াও ঘটনা তদন্তে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটি সংস্থা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা শুখানপুকুরী ইউনিয়নে লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের এক ব্যক্তির তৃতীয় সন্তান। আর অভিযুক্ত সফিকুল ইসলাম একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। পরিবার ও স্বজনরা জানায়, সকালে শিশু কন্যাকে বাড়িতে রেখে মা-বাবা মাঠে কাজ করতে চলে যান। প্রতিবেশীদের মাধ্যমে খবর পান বাড়ির পাশেই সালামের ভুট্টা ক্ষেতে মেয়ের মরদেহ পড়ে আছে। পরে এলাকাবাসীরা শিশুকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারকে দেখালে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে স্বজনদের অভিযোগ সফিকুল নামে এক যুবক শিশুটিকে ধর্ষণ করে হত্যা করেছে। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আর সন্দেহভাজন হিসেবে সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top