All Menu

বিরামপুরে মাছ ব্যবসায়ীকে জরিমানা

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুর হাটে ৮০কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর হাটে মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই মাছ জব্দ করেন এবং তিন হাজার টাকা জরিমানা করেন। জানা গেছে, মাছ বিক্রেতা বিরামপুর উপজেলার সারঙ্গপুর গ্রামের আব্দুল মালেক হোসেনের ছেলে মনোয়ার হোসেন। তিনি জয়পুরহাট থেকে ছোট পিকআপ করে পিরানহা রাক্ষুসে জাতীয় মাছ বাজারে বিক্রি করা নিষিদ্ধ। কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, গোপন সংবাদ পেয়ে বিরামপুর হাটে মাছ বাজারে এসে ৮০কেজি আফ্রিকান জাতীয় মাগুর মাছ আটক করা হয়। পরে মাছ ব্যবসায়ী মনোয়ার হোসেনের তিন হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top