All Menu

শিবগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁনের নির্দেশে উপজেলার মোবারকপুর গোয়াবাড়ী চাঁদপুরে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় গোয়াবাড়ী চাঁদপুর মৌজার মরিচাপ দাঁড়া উপ-প্রকল্পের ত্রিমোহনী রেগুলেটর সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ০.৪১ একর জমিতে এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে নির্মিত স্থাপনা। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। এতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও শিবগঞ্জ থানা পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top