আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপিসহ বজলার রহমান (৫৫) নামে একজনকে আটক করেছে র্যাব। উপজেলার মনাকষা বাজারের পাশে একটি আম বাগানে বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় র্যাব সদস্যরা। আটক বজলার রহমান ওরফে বজু মনাকষা টোকনা গ্রামের বাসিন্দা। র্যাব জানিয়েছে সে দীর্ঘদিন থেকে জাল টাকা ও রুপি মাদক ও চোরকারবারীদের কাছে সরবরাহ করে আসছিলো।
সাত লাখ পনের হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকি। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর আসামীকে হস্তান্তর করেছে র্যাব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।