All Menu

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে বাজার তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়। রবিবার (২২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর বাজারের চৌরঙ্গী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ। জানা যায়, পঞ্চগড় শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করে মেয়াদউত্তীর্ন পণ্য ও আমদানি কারক বিহীন পণ্য রাখা এবং লেবেল ব্যবহার না করা আব্দুল্লাহ কনফেকশনারিকে ৩ হাজার টাকা ও আল-বাঈক কনফেকশনারিকে ৪ হাজার টাকা এবং খাবার হোটেলে নিষিদ্ধ শাল্টু ব্যবহার করায় মৌচাক হোটেলকে ২ হাজার টাকা সহ মোট ৯ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরেশ চন্দ্র বর্মণ জানান, নিয়মিত অভিযানের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। একই সাথে তাদের সচেতন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top