All Menu

নওগাঁয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁয় র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর মাদক বিরোধী অভিযানে জেলার ধামইরহাট উপজেলার উত্তর চক রহমত মাদ্রাসা এলাকা হতে ফেনসিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় জেলার ধামইরহাট থানা এলাকার উত্তর চক রহমত মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিল, ০২টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী সুরুজ ইসলাম লিটন (২৯) হাতেনাতে গ্রেফতার করে। সুরুজ ইসলাম লিটন জেলার ধামইরহাট উপজেলার উত্তর চক রহমত গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। উল্লেখ্য, সুরুজ ইসলাম লিটন উত্তর চক রহমত মাদ্রাসা এলাকার একজন মাদক ব্যবসায়ী। পরে আটক আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top