আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২১৯০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাড়ী গ্রামের মামুন আলীর স্ত্রী মোসা. শাহানারা বেগম (৩৫), একই গ্রামের মৃত মনো আলীর ছেলে ইসমাইল হোসেন (২৩) ও মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪০)। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিট ও বেলা ৩টা ৩০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাড়ী গ্রামে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে র্যাব তাদেরকে আটক করে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল পৃথক দুইটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ ও মাদক ব্যবসায়ীদেরকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন, কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।