All Menu

চোরাই ৩টি মোটরসাইকেলসহ ১জন গ্রেফতার

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী সদর উপজেলা থেকে চোরাই ৩টি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত পরান (৩৮) উপজেলার চরমটুয়া ইউনিয়নের জেলে পাড়ার দুলাল মিয়ার ছেলে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। সোমবার (১৬ জানুয়ারি) রাত সোয়া দশটার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নের মুরাদ মিয়ার খামার সংলগ্ন মসজিদের সামনে থেকে পরানকে ৩টি মোটরসাইকেলসহ আটক করা হয়। এসময় আরও তিনজন পালিয়ে যায়। মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল বলে স্বীকার করে আটককৃত পরান। পরে এই ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top