All Menu

পঞ্চগড়ে আর্থিক কেলেঙ্কারির মামলায় চেয়ারম্যান কারাগারে

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান মণ্ডল জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গত বছরের ২৮ নভেম্বর দুই পরীক্ষার্থীকে পরীক্ষা জালিয়াতির অভিযোগে মৌখিক পরীক্ষায় আটক করে নিয়োগ বোর্ড। এর পর তাদের দেয়া তথ্য মতে দুই সহযোগীসহ মোট চারজনকে আটক করে। এদিকে পরীক্ষা না দিয়ে প্রক্সির মাধ্যমে পাশ করে দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ উঠে চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের নামে। এদিকে ৫ জনের নামে নিয়োগ বোর্ড মামলা দায়ের করে চার জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর মাঝে চেয়ারম্যান দুলাল ঢাকা হাইকোর্ট থেকে জামিন নেন। জামিনের সময় শেষ হয়ে আসলে রোববার আদালতে জামিনের আবেদন করলে আদালত সত্যতা পেয়ে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি (পি: পি:) এরশাদ হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেন। আটক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top