All Menu

ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ১৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের থেকে মাদক বিক্রির নগদ এক লাখ ৭৪ হাজার ৫০০ নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য চার লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের হাজীপুর গ্রামের নাদু মুহুরি বাড়ির মৃত আবদুল করিমের ছেলে মো. স্বপন (৩৮), পৌর উত্তর হাজীপুরের লতিফ মাস্টার বাড়ির নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন জুয়েল (২৬) তালুয়া চাঁদপুর গ্রামের আতর আলী পণ্ডিত বাড়ির মৃত আবু নাঈমের ছেলে মো. জামাল উদ্দিন (৫২)। শুক্রবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা ফেনী-চট্টগ্রাম থেকে সড়ক যোগে ইয়াবা সংগ্রহ করে। নোয়াখালীর খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতে তারা জব্দকৃত ইয়াবা ঘটনাস্থলে মজুত করে। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top