ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা উপজেলার রণচন্ডি এলাকায় ১০১ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার রণচন্ডি এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সূত্রে জানা যায়, আটককৃত সাইফুল ইসলাম তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের রণচন্ডি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, তেঁতুলিয়াকে মাদক মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, সাইফুল নেশাজাতীয় ইনজেকশন গুলো বিক্রির জন্য নিজ বাড়িতে সংরক্ষণ করে রাখে। এদিকে শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এদিকে গ্রেফতারের পর বাড়িতে তল্লাশি চালালে ১০১ পিছ অবৈধ নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। জব্দকৃত নেশা-দ্রব্যের দাম প্রায় ১৮ হাজার টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।