All Menu

ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার রাজনগরে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নারী মাদক ব্যবসায়ীর নাম কুলসুম বেগম (৪০)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) মধ্যরাতে রাজনগরের পৈতুরা এলাকার তঞ্জব আলির বাড়িতে এক বিশেষ অভিযান তাকে গ্রেফতার আটক করে রাজনগর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলি পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবার দাম প্রায় ৮০ হাজার টাকা। রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান, রাত ২টার সময় আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা মজুদ রয়েছে। পরে এসআই সুলেমান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলি পালিয়ে যায়। আটককৃত কুলসুম এবং পলাতক তঞ্জব আলিকে আসামি করে রাজনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক তঞ্জব আলিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top