All Menu

মামলা নিষ্পত্তি ও সার্বিক অবদানে বিচারকদের মধ্যে পুরস্কার প্রদান

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার-এর আদালতসমূহে কর্মরত বিচারকদের মধ্যে-২০২২ সনে সর্বোচ্চ মামলা নিষ্পত্তির জন্য বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানকে ও আদালতের কার্যক্রমের সার্বিক অবদানের স্বীকৃতির জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানকে পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাসহ বিচার-প্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করার আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top