All Menu

কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে হামলায় ২জন আহত

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কুলাউড়া উপজেলার ১১নং শরিফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের এলোপাথাড়ি হামলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর এর সন্তান বশির আলী (৫৬) ও সালমান মিয়া (২১) আহত হয়েছেন। সূত্রে জানা যায়, একই এলাকার ফজর মিয়াগংদের সাথে দীর্ঘদিন যাবৎ ভূমি সংক্রান্ত বিরোধ চলছে। এর জের ধরে ২৬ জুলাই রাতে ফজর মিয়া, সজ্জাদ মিয়া, জনি মিয়া, মনির মিয়া, মুজিব মিয়া ও কয়েছ মিয়াগংরা দেশীয় অস্ত্র-দিয়ে হামলা চালায় হামলায় রক্তাক্ত জখম প্রাপ্ত হন বশির আলীসহ ২ জন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত বুধবার (২৮ ডিসেম্বর) চিকিৎসা শেষে আহতরা বাড়ীতে অবস্থান করছেন। এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরসহ স্থানীয়রা জড়িতদের বিচার দাবী করে বলেন, এই ভাবে যেন আর কোন লোকের উপর হামলা কেউ করতে না পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top