ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে মো. হারুন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেফতার মো.হারুন উপজেলার নরোওমপুর ইউনিয়নের মৃত লুৎপুর রহমানের ছেলে। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১। এর আগে, শুত্রুবার ১৬ ডিসেম্বর রাতে উপজেলার নরোওমপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের নরোওমপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিভিন্ন সময় ফেনী ও কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মদ-গাঁজা সংগ্রহ করে নোয়াখালী ও লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। এ ঘটনায় আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।